Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

ক্র.নং

প্রকল্পের নাম

কার্যক্রম

০১.

কর্মজীবী ল্যকটেটিং মাদার সহায়তা তহবিল

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন সদর পৌর এলাকায় প্রতি মাসে ৩৫০/- (তিনশত পঞ্চাশ টাকা) হারে দুই বছর মেয়াদে ৭০০ ( সাতশত ) জন কর্মজীবী মহিলাদেরকে ভাতা প্রদান করা হয়। ২০১১-১২ বছরের ’’কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচীর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পৌর এলাকায় ভাতাভোগী মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি এবং পরিস্কার- পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য এনজিও প্রতিষ্ঠান ’নোয়াবেকি গণমূখী ফাউন্ডেশন’ এর মাধ্যমে প্রদান করা হয়।

০২.

ভিজিডি প্রকল্প

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন ০৮ টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মোট ৮,৩৬০ (আট হাজার তিনশত ষাট)  জন দরিদ্র মহিলাকে  দুই বছর মেয়াদে প্রতি মাসে ৩০ (ত্রিশ) কেজি হারে চাল বিতরণ করা হয়। ভিজিডি চক্রের উপকারভোগী মহিলাদেরকে যথাযথ আয়বর্ধক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ( স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি) কার্যক্রম গ্রহনের লক্ষ্যে ০৩ টি এনজিও প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।

০৩.

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী

খাগড়াছড়ি জেলার ০৮টি উপজেলায় মোট ৬৮৩ জন দরিদ্র গর্ভবতী মা’কে দুই বছর মেয়াদে প্রতি মাসে জনপ্রতি ৩২০/- হারে ভাতা প্রদান করা হয়।

০৪.

জেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কার্যক্রম

তিন বছর মেয়াদে ০৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রম হলোঃ ১)আধুনিক দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারী, ২) বিউটিফিকেশন, ৩) মোমবাতি তৈরি, ৪) বেতের তৈরী হসত্ম শিল্প ও ৫) কাগজের ঠোঙ্গা তৈরি। প্রতি ট্রেডে ১০ জন করে ৫০ জনকে দৈনিক ২০/- টাকা হাজিরা ভিত্তিতে প্রশিক্ষণভাতা প্রদানসহ ০৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।